যশোর অফিস :
যশোরের চৌগাছায় সিংহঝুলী গ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করা সময় বাবা মধু- ছেলে সাগরের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তিরা হলেন উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের বাসিন্দা।
আজ সকাল সাড়ে ৭ টায় সিংহঝুলি গ্রামের হাজী মোহাম্মাদ আলীর ছেলে হাদিউজ্জামানের বসতবাড়ির সেপটিক ট্যাংক পরিস্কার করার সময় মধু প্রথমে সেপটিক ট্যাংকের ভিতর পড়ে যায়। এর কিছু সময় অপেক্ষা করার পর মধু না উঠলে তার ছেলে সাগর বাবাকে বাঁচানোর জন্যে সেপটিক ট্যাংকের ভিতরে নামে। পরবর্তীতে তার ছেলে ভেতর থেকে না উঠায় স্থানীয় লোকজন যশোর ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। যশোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পিতা-পুত্রের মৃতদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ পিতা-পুত্রের মৃতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণে অপমৃত্যু মামলা রজু প্রক্রিয়াধীন আছে।