হোম অন্যান্যসারাদেশ যশোরের খোলাডাঙ্গায় দুই দুর্বৃত্তর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

যশোরের খোলাডাঙ্গায় দুই দুর্বৃত্তর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

কর্তৃক Editor
০ মন্তব্য 130 ভিউজ

যশোর অফিসঃ

যশোর শহরতলী খোলাডাঙ্গায় দুই দুর্বৃত্তর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। খোলাডাঙ্গার গাজীর বাজারে ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে মরিয়া হয়ে উঠেছে ওই দুর্বৃত্তরা। কেউ প্রতিবাদ করলে তাদেরকে হত্যাসহ বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

ওই এলাকার আজিজুল ইসলাম থানায় লিখিত অভিযোগে বলেছেন, খোলাডাঙ্গা মুন্সিপাড়ার আব্দুল আজিজের ছেলে কামরুল ইসলাম ও একই এলাকার মাহাবুবুর রহমানের ছেলে টিটো দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধ মূলক কর্মকাÐ চালিয়ে আসছে। তাদের অপকর্মের প্রতিবাদ করলে জীবননাশের হুমকি দেওয়া হয়। খোলাডাঙ্গার গাজীর বাজারের ব্যবসা প্রতিষ্ঠা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ব্যবসায়ীদের হুমকি দিয়ে আসছে। গত ১ অক্টোবর বিকালে অভিযুক্তরা গাজীর বাজারে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও মানহানিকর কথাবার্তা বলে। এতে আজিজুল ইসলাম প্রতিবাদ করলে সাধারণ মানুষের সামনে তাকে মারতে উদ্যত্ত হয়। পরে জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় আজিজুল ইসলাম যশোর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। যার নং ২৩৬।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন