জয়দেব চক্রবর্ত্তী কেশবপুর(যশোর)প্রতিনিধি:
যশোরের কেশবপুরে একজন মেডিকেল অফিসার সহ ৪ জনের দেহে করোনা ভাইরাস পরীক্ষায় পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে কেশবপুরে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। আক্রান্তদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের বাসা ও বাড়ি লকডাউন করা হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সাংবাদিকদের জানান, একজন মেডিকেল অফিসার, একজন সহকারি কমিউিনিটি মেডিকেল অফিসার, একজন টেকনিশিয়ন ও বাইরের এক যুবক রয়েছেন। ২৬ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞাণ প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হলে তার রিপোর্ট আজ ২৮ এপ্রিল পজেটিভ আসে। এ নিয়ে কেশবপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮ জনে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান তার অফস থেকে কেশবপুর বাসির উদ্দেশ্যে জানিয়েছেন যে, কেশবপুরে নুতন করে ৪ জনের দেহে করোনা আক্রান্ত হয়েছে। জরুরী কাজ ছাড়া তিনি বাইওে বের না হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এ দিকে আক্রান্তদের ভিতর কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন মেডিকেল অফিসার, দুজন কমিউনিটি মেডিকেল অফিসার, একজন স্বাস্থ্য কর্মী থাকায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঝুকিপুর্ণ হয়ে পড়েছে।