পরেশ দেবনাথ:
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যের আলোকে যশোরের কেশবপুরে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ ফেব্রুয়ারী-২৫) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের কেশবপুর উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং এফসিডিও’র অর্থায়নে ওই আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপিএস প্রকল্পের আওতায় পিস এ্যাম্বাসেডর, কেশবপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন-এর সভিপতিত্বে আন্তঃধর্মীয় সংলাপ, উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর সমন্বয়কারী ও ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুনছুর আজাদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর থানা পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) খান শরীফুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন, পিস এ্যাম্বাসেডর ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি হিসাবরক্ষক মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রতন হালদার, চিকিৎসক আনোয়ারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মোঃ শিবলী ছাদিক, ইমাম তরিকুল ইসলাম, পুরোহিত শুভংকর ভট্টাচার্য্য এবং পাস্টর মানিক দাসসহ বিভিন্ন ধর্মের সম্মানিত অতিথিবৃন্দ। সম্মানিত সদস্যবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
দি হাঙ্গার প্রজেক্ট ও এমআইপিএস প্রকল্পের মূল বক্তব্য প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন, এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ ও যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারি খোরশেদ আলম এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।
সংলাপে বক্তারা বলেন, সকল ধর্মে শান্তি ও সম্প্রীতির জন্য মানবিক আচরণ করতে উৎসাহিত করা হয়েছে। এক্ষেত্রে শান্তির লক্ষ্যে উদার, সহিষ্ণু, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও মুক্ত মানবিক সমাজ গড়ে তুলতে হবে। জাতিগত বা ধর্মীয় উগ্রপন্থা পরিহার করে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমে অসাম্প্রদায়িক পরিবেশে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।