হোম অন্যান্যসারাদেশ যশোরসহ চার জেলায় ৭৯ নমুনা পজেটিভ

যশোরসহ চার জেলায় ৭৯ নমুনা পজেটিভ

কর্তৃক
০ মন্তব্য 123 ভিউজ

যশোর অফিস :

যশোরে নতুন করে আরো ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৮২৯ জন করোনায় আক্রান্ত হলেন।
এই পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ১৪ জন। সুস্থ হয়েছেন ৩৭৬ জন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, বুধবার তাদের ল্যাবে ২৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭৯টি পজেটিভ রেজাল্ট দিয়েছে। বাদ বাকি ১৯২টি নমুনা ছিল নেগেটিভ।

এদিন যশোরের ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯টি পজেটিভ রেজাল্ট পাওয়া যায়। এছাড়া মাগুরার ৩৫টি নমুনা পরীক্ষা করে ছয়টি, বাগেরহাটের ৬৭টি নমুনা পরীক্ষা করে ২৮টি এবং সাতক্ষীরার ৫৬টির মধ্যে ১৬টি নমুনা পজেটিভ রেজাল্ট দেয়।

পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে তিনি জানান। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে ২৯টি নমুনাকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়, তার সবকটিই নতুন।
শনাক্তদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে জানিয়ে সিভিল সার্জন বলেন, সংশ্লিষ্ট এলাকা লকডাউন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন