হোম অন্যান্যসারাদেশ যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধাভরে স্বরণ করলো কুলিয়ারচরের স্বজনরা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বজন সমাবেশ কর্তৃক পালিত হলো দৈনিক যুগান্তর পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।

১লা ফেব্রুয়ারী সোমবার বিকেলে  বিএডিসি প্রাঙ্গণে এ অনুষ্ঠান শুরু হয়। স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা ও দৈনিক যুগান্তর পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলামের, সঞ্চালনায় অগ্রযাত্রায় অবিচল দৈনিক যুগান্তর পত্রিকায় উত্তোরুত্তর সাফল্য কামনা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন, স্বজন সভাপতি মতিয়ার রহমান, সাংবাদিক নাঈমুজ্জামান নাঈম, স্বজন প্রতিমা রাণী বর্মণ, স্বজন নিখিল চন্দ্র দাস, স্বজন স্বীকৃতি দাস। এ সময় বক্তারা যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা নূরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে নানা মুখী আলোচনা করেন। বক্তারা বলেন, দেশকে বিশ্ব দরবারে সু-পরিচিত করাতে নিরন্তর কাজ করে গেছেন নূরুল ইসলাম।

এ সময় ভাষার মাসে শহীদ হওয়া ভাষা সৈনিকদের আত্মার মাগফিরাত কামনা করা সহ কুলিয়ারচর উপজেলা স্বজন সমাবেশকে আরো বেগবান করার লক্ষে গঠন মূলক দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন বক্তারা।

পরে ইসলামিক সঙ্গীত পরিবেষণ করেন, সাংবাদিক নাঈমুজ্জামান নাঈম, স্ব-রচিত কবিতা পাঠ করেন সমাবেশের প্রধান উপদেষ্টা।

এরপর স্বজন ক্ষুদে গানরাজদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ গানের আসর পরিচালিত হয়। অনুষ্ঠানে গান গেয়ে সভা প্রাণবন্ত করে তোলেন, উপমা দাস পূজা, অন্তরা রাণী বিশ্বাস, শৈশব বর্মণ, অপরাজিতা পাল মনি, অর্পা রায় চৌধুরী।

অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপদেষ্টা রাকিবুল হান্নান মিজান, শাহীন সুলতানা, আলী হায়দার, শাফায়েত উল্লাহ খন্দকার, শিপ্রা রায়, ধ্রুবব্রত দাস, দীপায়ন দাস স্বরন, মমতা রাণী বর্মণ, বিশ্বজিৎ দাস, প্রতিমা রানী বর্মণ, মমতা, অঞ্জনা রাণী পাল প্রমুখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন