হোম জাতীয় যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে সর্বস্তরের মানুষের শোক

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে সর্বস্তরের মানুষের শোক

কর্তৃক
০ মন্তব্য 145 ভিউজ

অনলাইন ডেস্ক :

যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের বিভিন্ন স্থানের বিশিষ্টজন, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সামাজিক-সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পৃথক বিবৃতি ও শোকবার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। নুরুল ইসলামের মৃত্যুতে সারা দেশে গণমাধ্যম কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সাংবাদিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। যুগান্তর ব্যুরো, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের এমপি এমএ লতিফ, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সহ-সভাপতি এমএ সালাম গভীর শোক প্রকাশ করেন।

রাজশাহী : রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, এনা গ্রুপের চেয়ারম্যান ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি প্রকৌশলী এনামুল হক, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান শোক জানিয়েছেন।

এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি মামুন অর রশিদ, কার্যনির্বাহী সদস্য আনু মোস্তফা ও জাবিদ অপু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক তানজিমুল হক, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খান প্রমুখ শোক জানান।

বরিশাল : পার্বত্য শান্তি চুক্তি ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরওয়ার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মহসিন উল ইসলাম হাবুল, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন তাপস, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী শোক প্রকাশ করেছেন।

এছাড়া শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ ও সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জি ও সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি পুলক চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির, বরিশাল ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, সাধারণ সম্পাদক রিপন হাওলাদারসহ সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

রংপুর : রংপুর সিটি মেয়র ও জাতীয় পার্টির রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা এবং মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাপার সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিয়া খানম, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও রংপুর জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন শোক জানিয়েছেন।

এছাড়া রংপুর প্রেস ক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, যুগান্তর স্বজন সমাবেশের মহানগর সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সোহেল, যুগান্তরের রংপুর ব্যুরোপ্রধান মাহবুব রহমান, দৈনিক পরিবেশ সম্পাদক একেএম ফজলুল হক, দৈনিক দাবানল সম্পাদক ও সাবেক সংসদ সদস্য খন্দকার গোলাম মোস্তফা বাটুল, আমাদের প্রতিদিন সম্পাদক ও প্রকাশক মাহবুব রহমান হাবু, রংপুর মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মামুন, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আজিজ ড্যানি, জাতীয় ছাত্র সমাজের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফ আলী, কেন্দ্রীয় সদস্য মারিফুজ্জামান রিয়াদ প্রমুখ শোক জানিয়েছেন।

সিলেট : সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমদ চৌধুরী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামী পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আবদুর রকিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্ত, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, সনাকের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামীম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সাবেক সাধারণ সম্পাদক ইমরান আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক আবদুল হালিম সুনু মিয়া, খন্দকার ফজলুর রহমান বাবুল ও আহমেদ আরিফ আরেফ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমিটির আহ্বায়ক লুৎফুর রহমান লেবু, সদস্য সচিব মো. তোতা মিয়া, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সজলচত্রী, সিলেট ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক শংকর দাস, অনলাইন নিউজ পোর্টাল ব্রেকিংস ২৪ এর প্রধান সম্পাদক এমএ কাদির, উপদেষ্টা সম্পাদক শাকির আলম কোরেশী, সম্পাদক এনামুল হক সাজনূর, সিলেট নগরীর লালবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আজাদ মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদ আহমদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহেদুর রহমান, ভার্সেন্টাইল ফাউন্ডেশনের সভাপতি আ ন ম আবদুল্লাহ মাসুম, সাধারণ সম্পাদক এমএ হক কামিল, গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব মকসুদ হোসেন শোক জানান।

ময়মনসিংহ : ময়নসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর সাহা, ময়মনসিংহ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মুসা, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি রাকিবুল হাসান রুবেল, সাধারণ সম্পাদক হোসাইন শাহিদ, পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটনসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ, নারায়ণগঞ্জ নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ আলম দীপু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খান, আড়াইহাজার প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন চিশতি শিপলু, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহিম, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আবদুল আলীম ও সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার শোক জানিয়েছেন।

কুমিল্লা : কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, লাকসাম উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, সদর দক্ষিণ উপজেলার মেয়র গোলাম সরোয়ার, নাঙ্গলকোট উপজেলার চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন, মনোহরগঞ্জ উপজেলার চেয়ারম্যান জাকির হোসেন, দেবিদ্বার উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদীন, লাকসাম পৌর মেয়র আবুল খায়ের, লাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমন, লাকসাম জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবু তাহের, লাকসাম উপজেলার ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, যুগান্তরের কুমিল্লা ব্যুরো চিফ তাবারক উল্লাহ কায়েস, কুমিল্লা ব্যুরো আবুল খায়ের, দাউদকান্দি প্রতিনিধি আলী হোসেন বাবুল, দেবিদ্বার প্রতিনিধি আক্তার হোসেন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, লাকসাম প্রতিনিধি আবদুল মান্নান, বুড়িচং প্রতিনিধি মোহাম্মদ বেলাল, ফটো সাংবাদিক কাজী শামীম প্রমুখ শোক জানিয়েছেন।

টাঙ্গাইল : টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি জাফর আহমেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি খান আহমেদ শুভ ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড়মনি শোক জানান।

বগুড়া : বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, সাধারণ সম্পাদক ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম ওমর, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম. আবদুর রাজ্জাক, জাসদের কেন্দ্রীয় নেতা এবিএম জাকিরুল হক টিটন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন, বগুড়া প্রেস ক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, মহিলা ভাইস চেয়ারম্যান জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মাছুদুর রহমান মিলন, সহসভাপতি মাফুজুল ইসলাম রাজ, শিক্ষক কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম, সারিয়াকান্দি পৌর মেয়র আলমগীর শাহী সুমন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, দৈনিক উত্তরের দর্পণ সম্পাদক আবদুস সালাম বাবু, সম্পাদকমণ্ডলীর সভাপতি আমিনুল ইসলাম ডাবলু, উপদেষ্টা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, নির্বাহী সম্পাদক সাজেদুর রহমান সিজু, যুগান্তরের বগুড়া ব্যুরোপ্রধান নাজমুল হুদা নাসিম, যমুনা টিভির বগুড়া ব্যুরোপ্রধান মেহেরুল সুজন, সিনিয়র সাংবাদিক রেজাউল হক বাবু, আনোয়ার পারভেজ, মিলন রহমান, মহসিন রাজু, কালাম আজাদ, আবদুর রহমান টুলু, এইচ আলিম, জিয়া শাহীন, আবুল কালাম আজাদ, বগুড়া ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুর রশিদ সাইন, সাধারণ সম্পাদক আবদুর রহিম, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম সজল, সাধারণ সম্পাদক মেহেরুল সুজন ও সাংগঠনিক সম্পাদক ফরহুদুজ্জামান শাহী প্রমুখ শোক জানান।

পাবনা : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, সাবেক দুদক কমিশনার ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু, স্কয়ার গ্রুপের পরিচালক ও মাছরাঙা টিভির ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি গণশিল্পী সংস্থার সভাপতি প্রফেসর শিবজিত নাগ, বিশিষ্ট কবি প্রাবন্ধিক মজিদ মাহমুদ, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, জেলা জাতীয় পার্টির সভাপতি হায়দার আলী, সিনিয়র সহসভাপতি নাসির চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল কাদের খান কদর, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, স্বজন সমাবেশের সহসভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী, পাবনা সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও স্বজন উপদেষ্টা আখতারুজ্জামান আখতার প্রমুখ শোক জানান।

ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আইভি মাসুদ, ফরিদপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি আবুল ফয়েজ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সিদ্দিকুর রহমান, ফরিদপুর প্রেস ক্লাবের আহ্বায়ক আমিনুর রহমান ফরিদ, সদস্য সচিব নির্মলেন্দু চক্রবর্তী শংকর, সদস্য এসএম তমিজুদ্দিন তাজ, এমএম জিলানী রুনু, ওয়াহিদ মিল্টন, পান্না বালা, গোলাম মো. নাসির, ফরিদপুর রিপোর্টার্স ইউনিটি, যুগান্তরের ফরিদপুর ব্যুরোপ্রধান জাহিদ রিপন, ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সিদ্দিকুর রহমান, যমুনা গ্রুপের পরিচালক (কর্পোরেট অ্যান্ড অ্যাফেয়ার্স) জামাল হোসেন মিয়া, বিএনপির সাবেক মন্ত্রী ও সাবেক এমপি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ শোক জানিয়েছেন।

গাইবান্ধা : গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সহসভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, আবদুস সামাদ সরকার বাবু, দীপক কুমার পাল, অমিতাভ দাশ হিমুন, নুরুজ্জামান প্রধান, যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন, সিদ্দিক আলম দয়াল, ইদ্রিসউজ্জামান মোনা, সহকারী সম্পাদক শাহাবুল শাহীন তোতা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মামুন, কোষাধ্যক্ষ আবদুল মান্নান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, সমাজকল্যাণ সম্পাদক কুদ্দুস আলম, পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, দফতর সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সদস্য ফেরদৌস ইসলাম খান, খুরশিদ বিন আতা খসরু, জান্নাতুল ফেরদৌস জুয়েল, সরদার মো. শাহীদ হাসান লোটন, খায়রুল ইসলাম, এবিএম ছাত্তার, মোস্তাফিজুর রহমান মোস্তফা, এম আবদুর সালাম, রাসেল আহমেদ লিটন, মমতাজুল ইসলাম লিয়াকত, আফতাব হোসেন, আফরোজা বেগম লুনা, প্রবাল চৌধুরী, ফারুক হোসেন, রেজাউল হক মিতা, রজতকান্তি বর্মণ, মো. ফজলে রাব্বী মণ্ডল, রিকতু প্রসাদ, সুজন প্রসাদ, শেখ হুমায়ুন হক্কানী, আবু কায়সার শিপলু, মো. শামসুজ্জোহা, মো. আবু সাঈদ সুমন, আনোয়ারা বেগম প্রমুখ শোক জানান।

নেত্রকোনা : সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবীবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি খলিলুর রহমান শেখ ইকবাল, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান খান, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক মান্নান খান আরজু, নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান প্রমুখ শোক প্রকাশ করেছেন।

জামালপুর : জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন প্রমুখ শোক প্রকাশ করেছেন।

সুনামগঞ্জ : সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সিনিয়র সহসভাপতি মাসুম হেলাল, সহসভাপতি শাহজাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য ও যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, যমুনা টিভি প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, আবেদ মাহমুদ চৌধুরী, সাহাবুদ্দিন আহমেদ, ঝুনু চৌধুরী, অরুণ চক্রবর্তী, একেএম মহিম, শামস শামীম, হিমাদ্রী শেখর ভদ্র, সেলিম আহমদ তালুকদার, একে কুদরত পাশা, হাসান চৌধুরী, মো. জসিম উদ্দিন, রাজন মাহবুব, বিশ্বজিৎ সেন পাপন, মো. আমিনুল ইসলাম, কর্নবাবু দাস প্রমুখ শোক জানান।

হবিগঞ্জ : বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র জিকে গউছ, মুক্তিযোদ্ধা ফ্রিল্যান্স সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, সাবেক সভাপতি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন প্রমুখ শোক জানান।

রাজবাড়ী : রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন মিল্টন এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী আক্তারুজ্জামান হাসান, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আবদুল মতিন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইউসুফ মিয়া, কালুখালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী, পাংশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোক্তার হোসেন, গোয়ালন্দ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমজাদ হোসেন আজু, বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের দেবাশীষ বিশ্বাস শোক জানান।

মেহেরপুর : জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহবুব চান্দু, যুগান্তর স্বজন সমাবেশ মেহেরপুর কমিটির সেক্রেটারি আবদুল ওয়াদুদ, সাংবাদিক দিলরুবা খাতুন প্রমুখ শোক জানান।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, দর্শনা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু ও সাধারণ সম্পাদক আওয়াল হোসেন প্রমুখ শোক।

মাগুরা : মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এএফএম আবদুল ফাত্তাহ, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামিম খান, জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, জেলা জাসদ সভাপতি অহিদুল ইসলাম ফনি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মেহেদি হাসান সালাহউদ্দিন, যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল প্রমুখ শোক প্রকাশ করেন।

কুষ্টিয়া : বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমান, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি গাজী মাহবুব রহমান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, এডিটরস্ ফোরামের সভাপতি মজিবুল শেখ, সাধারণ সম্পাদক নুর আলম দুলাল, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক এসএম রাশেদ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ শোক জানান।

যশোর : যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. অধ্যাপক নাসির উদ্দিন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, কেশবপুর উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহসভাপতি নূর ইসলাম, আনোয়ারুল কবীর নান্টু, যুগ্ম সম্পাদক জাহিদুল কবীর মিল্টন, সরোয়ার হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহীদ জয়, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগান্তর যশোর ব্যুরোপ্রধান ইন্দ্রজিৎ রায়, যুগান্তর স্বজন সমাবেশ যশোর শাখার সভাপতি জিএম জুলফিকার আবদুল্লাহ, সহসভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন প্রমুখ শোক জানান।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর, নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী, পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া রানি ভৌমিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু, কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সাধারণ সম্পাদক বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আহমদ উল্লাহ, সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহমেদ রাজন, কিশোরগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, যুগান্তরের কিশোরগঞ্জ ব্যুরো প্রধান ও যমুনা টিভির রিপোর্টার এটিএম নিজাম শোক প্রকাশ করেছেন।

ভোলা : ভোলা-৪ আসনের সংসদ সদস্য, সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর, প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, নাগরিক কমিটির সভাপতি মো. আবু তাহের, প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ অপু, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজু, স্বজন সমাবেশের সম্পাদক বিপ্লব পাল কানাই, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাস প্রমুখ শোক জানান।

নোয়াখালী : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, বিএনপি কেন্দ্রীয় সহ-সভাপতি বরকত উল্লাহ বুলু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, নোয়াখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ, সম্পাদক পরিষদ, চৌমুহনী, কোম্পানিগঞ্জ, সেনবাগ, হাতিয়া, চাটখিল প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, নোয়াখালী চেম্বার অব কমার্স, নোয়াখালী ব্যবসায়ী সমিতি, নোয়াখালী মুক্তিযোদ্ধা কমান্ড নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

মুন্সীগঞ্জ : স্বজন সমাবেশের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শ.ম. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবণী, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল আলম স্বপন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি মতিউল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহীন মোহাম্মদ আমান উল্লাহ, মুন্সীগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেতু ইসলাম, স্বজন সমাবেশের উপদেষ্টা ও যুগান্তরের মুন্সীগঞ্জ স্টাফ রিপোর্টার আরিফ উল ইসলাম শোক জানিয়েছেন।

শরীয়তপুর : শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের এমপি ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনের এমপি নাহিম রাজ্জাক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান পারভিন হক শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কবি মির্জা হযরত আলী সাইজী, মুক্তিযোদ্ধা আলহাজ আবদুর রহমান খান (দুলু), মুক্তিযোদ্ধা আবদুল আজিজ শিকদার, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুর ইসলাম কোতোয়াল, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার, জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হিরু, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাছির উদ্দিন কালু, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি এস এম ফয়সাল, জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টি কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আবুল কালাম খান, সাংগঠনিক সম্পাদক সাহিদ সরদার, সাংবাদিক আবুল হোসেন সরদার, কাজী নজরুল ইসলাম, আবুল বাশার, শরীয়তপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির আহ্বায়ক কে এম রায়হান কবীর (সোহেল), স্বজন সমাবেশ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কবি খান মেহেদী মিজান প্রমুখ শোক জানান।

জয়পুরহাট : জয়পুরহাট প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল, সাধারণ সম্পাদক খ.ম আবদুর রহমান রণি, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ মাশরেকুল আলম, দফতর ও লাইব্রেরি সম্পাদক মাহমুদুল হক, শাহজাহান সিরাজ মিঠু, অ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা, জয়পুরহাট জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শাহজাহান সিরাজ মিঠু (এনটিভি ও যুগান্তর) ও সাধারণ সম্পাদক খ.ম আবদুর রহমান রনি শোক প্রকাশ করেছেন।

মৌলভীবাজার : মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালিক তরফদার সোয়েব, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা মো. আবু তাহের ও অ্যাভোকেট আবদুল মতিন চৌধুরী, মৌলভীবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ শোক জানান।

ফেনী : ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাফর সেলিম ও সাধারণ সম্পাদক যতন মজুমদার শোক জানিয়েছেন।

সাতক্ষীরা : সাতক্ষীরা প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ শোক জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন