রাজনীতি ডেস্ক:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে যশোর-চৌগাছা সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে এই সংঘর্ষের পর সন্ধ্যায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।
আহতরা হলেন- যবিপ্রবি ছাত্রলীগের সহসভাপতি আল মামুন সিমন (২৮), ছাত্রলীগ কর্মী আশরাফুল আলম (২৩)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর আল মামুন শিমন শহীদ মসিয়ূর রহমান হলের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।
শিক্ষার্থীরা জানান, শনিবার ক্যাম্পাসে উন্নয়ন শান্তি সমাবেশ করে ছাত্রলীগের একাংশ। কিন্তু সমাবেশ শেষ হলে ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নির্দেশে রড, লোহার পাইপ, বাঁশের লাঠি, স্ট্রাম্প নিয়ে মনিরুল ইসলাম হৃদয়, রায়সুল ইসলাম রানা, বেলাল, রকি, মুসফিক, লাব্বি, সোয়েব, রাব্বি, রাফি, সোহেল রানা, শাহিনুর, লিমন, মোহাম্মদ রাফি, মেহেদী রাব্বিসহ আরও অনেকে সমাবেশকারীদের ওপর হামলা করেন। এসময় আল মামুন সিমন, আশরাফুল আলম গুরুতর আহত হন। পরে সাধারণ শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে নিয়ে আসেন।
এদিকে, হামলার প্রতিবাদে সন্ধ্যায় যশোর-চৌগাছা সড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ফলে সড়কটিতে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে।