হোম রাজনীতি ময়মনসিংহ-৪: সম্পদ বেশি স্বতন্ত্র প্রার্থী আমিনুলের, নগদ টাকায় এগিয়ে নৌকার প্রার্থী

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় ময়মনসিংহ-৪ আসনের ১২ জন বৈধ প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী আমিনুল হক শামীমের (সিআইপি)।

তার জমা দেয়া হলফনামার তথ্যে দেখা যায়, স্ত্রী ও নিজের নামে মোট ১৩ কোটি ৬৭ লাখ ৯৭ হাজার ৩০৬ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে তার নিজের নামে ৯ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার ৮৭৮ হাজার টাকা এবং স্ত্রীর নামে ৩ কোটি ৯৪ লাখ ২১ হাজার ৪২৮ টাকা। এছাড়া আমিনুল হকের কাছে বৈদেশিক মুদ্রা রয়েছে ২৬ হাজর ৪৮৮ ডলার।

এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহিত উর রহমানের হলফনামায় অস্থাবর সম্পদ বিবরণীতে উল্লেখ করা সম্পদের পরিমাণ ৪ কোটি ৩৭ লাখ ৯২ হাজার ৭৮৬ টাকা। যদিও এই সম্পদের মধ্যে নগদ টাকাই ৪ কোটি ১৬ লাখ ৪২ হাজার ৭৮৬ টাকা। তবে, নিজের নামে ৫০ তোলা স্বর্ণ উল্লেখ করা হলেও নিজের স্ত্রীর নামে কোনো সম্পদ নেই মোহিত উর রহমানের।

অস্থাবর সম্পদের বিবরণীতে মোহিত উর রহামনের নামে বাস, ট্রাক, মোটরগাড়ি নেই। এছাড়া আসবাপত্র ও ইলেক্ট্রনিক সামগ্রীর তালিকায়ও কোনো কিছু নেই আওয়ামী লীগের এই প্রার্থীর নামে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের বিবরণীতে তার নামে ২টি কার ১টি জিপ ও একটি বাস উল্লেখ রয়েছে যার মূল্য মোট ১ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকা। আর ইলেক্ট্রনিক সামগ্রীর মধ্যে পিস্তল রাইফেল ও এসির মোট মূল্য উল্লেখ করা হয়েছে ৬ লাখ টাকা। এছাড়া আমিনুল হকের স্ত্রীর নামে রয়েছে একটি পিকআপ ও কার, যার মূল্য ২৩ লাখ ৯৫ হাজার টাকা এবং আসবাপত্র রয়েছে ১ লাখ টাকার।

ময়মনসিংহ-৪ সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহিত উর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকে উভয়ের নামেই ব্যাংক ঋণ রয়েছে। মোহিত উর রহমানের নামে ২৬ কোটি ৫১ লাখ ৮হাজার ৮৬৬টাকা ব্যাংক ঋণ রয়েছে। আর আমিনুল হকের নামে রয়েছে ২৬ কোটি ৮৭ লাখ ৫৬ হাজার ৭০৩টাকা। আমিনুল হক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদে রয়েছেন। পাঁচ তারকা হোটেল, নির্মাণ ও যানবাহন ব্যবসা রয়েছে তার। ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহিত উর রহমান শান্ত ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সাবেক ধর্মমন্ত্রী মরহুম অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন