হোম জাতীয় ময়মনসিংহ সিটি নির্বাচন: ৫৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে টিটু

ময়মনসিংহ সিটি নির্বাচন: ৫৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে টিটু

কর্তৃক Editor
০ মন্তব্য 52 ভিউজ

জাতীয় ডেস্ক:

ময়মনসিংহ সিটি করপোরেশনের ১২৮টি কেন্দ্রের মধ্যে ৫৪টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে টেবিল ঘড়ি প্রতীকে ইকরামুল কবির টিটু এগিয়ে রয়েছেন।

টেবিল ঘড়ি প্রতীকে ইকরামুল কবির টিটু পেয়েছেন ৫৫ হাজার ৩৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক হাতি প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮০৪ ভোট।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ২৩৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এর মধ্যে কয়েকটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং কয়েকটিতে ব্যালটে ভোটগ্রহণ হয়।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি নির্বাচনের ১২৮টি কেন্দ্রে ইভিএম মেশিনসহ ভোটের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছায়। সুষ্ঠু নির্বাচনের জন্য মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে চার হাজার সদস্য।

ময়মনসিংহ সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সে জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন