জাতীয় ডেস্ক:
ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনি ও রোববার ময়মনসিংহ সদর ও ঈশ্বরগঞ্জ এলাকা থেকে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই আসামি হলেন মাহবুব আলম মণ্ডল ও হাসিম উদ্দিন।
রোববার বিকালে প্রেস ব্রিফিংয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁঞা জানান, ২০০৯ সালে আসামি মাহবুব আলম মণ্ডলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা রুজু হওয়ার পর থেকে ঢাকাসহ বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন তিনি। গত তিন দিন আগে ঈদ করতে সদর উপজেলার তিন কোনা পুকুর পাড় এলাকায় তার মেয়ের ভাড়া বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া ঈশ্বরগঞ্জের সোহাগি ইউনিয়নের বগাপোতা এলাকায় অভিযান চালিয়ে শনিবার মানবতা বিরোধী মামলার অপর আসামি হাসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যা ও হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। মানবতাবিরোধী অপরাধ মামলায় দীর্ঘদিন তারা পলাতক ছিলেন। এই দুই আসামিকে আইন অনুযায়ী মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁঞা। এই মামলায় ময়মনসিংহে আরও দুই আসামি পলাতক রয়েছে। যাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।