হোম অন্যান্যসারাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের উদ্যোগে দোয়া মাহফিল

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের উদ্যোগে দোয়া মাহফিল

কর্তৃক Editor
০ মন্তব্য 77 ভিউজ
 পিরোজপুর অফিসঃ   
পিরোজপুর -১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও শ.ম রেজাউল করিমের মা  মাজেদা বেগমের মৃত্যুতে নাজিরপুরে  প্রাথমিক শিক্ষকদের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  রবিবার   (১১ অক্টোবর) উপজেলার শিক্ষক সমিতির মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়।
সংগঠনের উপজেলা সভাপতি মো. কামরুল হাসানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. সাফায়েত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, অধ্যাপক আবুল কাশেম খান, উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল বাশার,  জেলা পরিষদ সদস্য সুলতান মাহামুদ খান,  আতিয়ার রহমান চৌধুরী নান্নু, চঞ্চল কান্তি বিশ্বাস , প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অপূর্ব খান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন