স্পোর্টস ডেস্ক:
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তুরস্কের ক্লাব ফেনারবেচে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার ফ্রেড। শনিবার (১২ আগস্ট) ক্লাবটির সঙ্গে ১০ মিলিয়ন ইউরোর চুক্তি হয়েছে তার।
ধারে খেলার জন্য না, স্থায়ীভাবেই ফেনারবেচে যোগ দিয়েছেন ফ্রেড। গত কয়েক বছর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠে রাজত্ব করেছেন তিনি। এবার গেলেন তুরস্কে, মেসুত ওজিলের সাবেক ক্লাবে। আর্সেনাল ছাড়ার পর ২০২১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই ক্লাবে খেলেছেন ওজিল।
শনিবারই তুরস্কের উদ্দেশে উড়াল দিয়েছেন ফ্রেড। তুরস্কে গিয়ে মেডিক্যাল টেস্ট করানোর কথা রয়েছে তার। ফ্রেডের সফরসঙ্গী হয়েছেন তারই এজেন্ট মার্সেলো পেত্তিনাটি।
ইন্টারন্যাসিওনাল থেকে শাখতার দোনেৎস্ক হয়ে ২০১৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ফ্রেড। এরপর প্রায় প্রতি মৌসুমেই ম্যানইউর হয়ে ২৫ বা তার বেশি ম্যাচ খেলেছেন তিনি। রেড ডেভিলদের হয়ে সব মিলিয়ে ২১৩টি ম্যাচ খেলেছেন। তাতে ১৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৯ গোল।
পুরো ক্লাব ক্যারিয়ারে ৪০৮ ম্যাচ খেলেছেন ফ্রেড। তাতে ৩৬ গোল করার পাশাপাশি তিনি অ্যাসিস্ট করেছেন আরও ৪৩ গোলে।