হোম খেলাধুলা মৌসুমের শুরুতেই ট্রফি জয়ের সুযোগ বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক:

মৌসুমের শুরুতে হুয়ান গাম্পার ট্রফি জয়ের সুযোগ বার্সেলোনার সামনে। শিরোপার মঞ্চে প্রতিপক্ষ ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। প্রাক মৌসুমে এল ক্লাসিকো জয়ের আত্মবিশ্বাস পুঁজি করে স্পারদের হারাতে দৃঢ়প্রতিজ্ঞ কাতালানরা। স্পেনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বুধবার (৯ আগস্ট) রাত ১২টায়।

মৌসুমের শুরুতেই ট্রফি জয়ের সুযোগ বার্সেলোনার সামনে। মঞ্চ সেই চিরচেনা হুয়ার গাম্পার ট্রফি। এর আগে ৪৫বার এই শিরোপা জয়ের মধুর স্মৃতি আছে বার্সার। ৪৬তম বারের মতো এ চমৎকার অর্জনের সাক্ষী হতে চান জাভি। স্পেনের অলিম্পিক স্টেডিয়ামে টটেনহ্যাম হটস্পারকে হারানোই এখন জাভির ধ্যান জ্ঞ্যান।

হাতে আছে একঝাক লড়াকু সৈনিক। আক্রমণে লেভানদোভস্কির পাশাপাশি মাঠে দেখা যেতে পারে ম্যানচেস্টার সিটিকে ট্রেবল উপহার দেয়া গুন্দোয়ানকে। হালকা ইনজুরি থাকলেও অনুশীলন করেছেন এই জার্মান তারকা। রাফিনিয়া, ফাতি, পেদ্রি, আরাউজোরাও মুখিয়ে আছেন জয়ে মৌসুম শুরুর।

প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্র সফরটা অবশ্য মিশ্র কেটেছে বার্সেলোনার। ১৪ ফুটবলার অসুস্থ্য থাকায় য়্যুভেন্তাস ম্যাচ বাতিল হয়ে যায়। আর্সেনালের কাছে বড় হারের পর এল ক্লাসিকো জয়ের আত্মবিশ্বাস পায় কাতালানরা। সবশেষ ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষেও জয়ের সুখস্মৃতি আছে জাভির দলের। সেটা টটেনহ্যাম ম্যাচে কাজে লাগাতে চায় বার্সা। হুয়ান গাম্পার ট্রফি জিতেই মৌসুম শুরুর লক্ষ্য কাতালানদের।

ম্যাচের আগে ফিট একাদশ পাচ্ছেন জাভি। পায়ের ইনজুরি আছে ইনিগো মার্তিনেজের। যদিও সেটা নিয়ে চিন্তিত নন কোচ। গেল মৌসুমে ভাঙাচোড়া দল নিয়েও লা লিগার শিরোপা জয় করে বার্সা। তবে, চ্যাম্পিয়ন্স লিগটা দুঃসহ কেটেছে কাতালানদের। এবার সব আক্ষেপ ঘোঁচাতে চান জাভি। নতুন ও পুরনোদের নিয়ে এবার বেশ ব্যালান্সড দল বার্সা।

প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার প্রাক মৌসুমে শেষ দুই ম্যাচেই বড় জয় পেয়েছে। শাখতার দোনেৎস্ক ও লায়ন সিটি সেইলরের বিপক্ষে ৫ গোলের ব্যবধানে জিতেছে স্পার। নতুন কোচ পোস্তেকগলুর এটিই প্রথম কোনো ফাইনাল ম্যাচ। ১৩ আগস্ট ইপিএলে নেমে পড়ার আগে বার্সাকে হারিয়ে আত্মবিশ্বাস যোগাতে চায় স্পার। এখনো সিদ্ধান্ত হয়নি হ্যারি কেইনের ভাগ্য। এ ম্যাচে খেলবেন না তিনি।

দু’দলের এখন পর্যন্ত খেলা চার ম্যাচের মধ্যে দুটিতে জয় আছে বার্সেলোনার। দুটি ম্যাচ হয়েছে ড্র।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন