ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: জাহাঙ্গির হোসেনের আয়োজনে বুধবার আছরবাদ বিভিন্ন মসজিদে বাগেরহাট-১ আসনের সংসদ শেখ হেলাল উদ্দীন এবং সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েলের মাতা শেখ রিজিয়া নাসেরের রুহের মাগফিতার কামনায় দোয়া মাহফিল ও দিনব্যাপি কোরআন খতম অনুষ্ঠিত হয়।
এদিন বিকেলে মৌভোগ পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল পরিচালনা করেন মাও:হাসিবুল্লাহ মিজবাহ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজি মো: মহসিন, আওয়ামী লীগ নেতা অহিদুজ্জামান লাভলু, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মোল্লা, ফারুক শিকদার, নুরুজ্জামান ময়না, সাদেক শেখ , আবু তালেবসহ মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।