রাজনীতি ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জনসভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকেল ৩টায় জনসভায় বক্তব্য দেবেন তিনি।
এদিকে শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে ছয়টি জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন।
তিনি পর্যায়ক্রমে খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরগুনা জেলা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলা এবং চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
শেখ হাসিনা গত ২১ ডিসেম্বর রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
এর আগে গত ২০ ডিসেম্বর সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন শেখ হাসিনা।