হোম খুলনাবাগেরহাট মোল্লাহাট এডামস্ মা ও শিশু হাসপাতাল ২০ শয্যায় উন্নীত

মোল্লাহাট এডামস্ মা ও শিশু হাসপাতাল ২০ শয্যায় উন্নীত

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ
মোল্লাহাট  প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট এ্যাডামস্ মা শিশু হাসপাতাল বিশ শয্যায় উন্নীত করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বোয়ালিয়া মোড়ে অবস্থিত দশ শয্যা এ হাসপাতালে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃতীয় তলায় দশ শয্যা বৃদ্ধি করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিসিসিএডি’র নির্বাহী পরিচালক মিসেস কাসানা হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এ্যাডমসে্র নির্বাহী পরিচালক এমডি আলি আসলাম, তিনি বলেন, এ্যাডামস্ মা ও শিশু হাসপাতাল এই এলাকার সাধারণ মানুষের জন্য করা হয়েছে। কোন ব্যবসায়িক চিন্তা চেতনা থেকে এই হাসপাতাল করা হয়নি, এখানে যারা দায়িত্বে আছেন তাদের সবসময় মাথায় রাখতে হবে কোন মানুষ যেন অর্থাভাবে সু-চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। আর্ত মানবতার সেবায় এই হাসপাতাল সব সময় নিয়োজিত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আইসিসিসিএডি এর ম্যানেজিং ডিরেক্টর  মি. সাকিব হক।
উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্তানুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এমডি আল আমিন,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান সরদার মেজবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মনিরুজ্জামান মিনু, এস এম সাইফুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত হাসপাতালের ম্যানেজার শিকদার দিদারুল ইসলাম পাপ্পু।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন