হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ

মোল্লাহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ

কর্তৃক Editor
০ মন্তব্য 46 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে । মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২:১০ টায় উপজেলার গাওলা ইউনিয়নের রাজপাট কুল্লা এলাকায় ঘটনাটি ঘটে।
অভিযুক্ত মিতুল শেখ (৩৫) উক্ত গ্রামের মৃত জিকরুল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটি পাগলা বাজারে দোকানে খাবার কিনতে গেলে অভিযুক্ত মিতুল শেখ তাকে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর নির্যাতনের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার চেঁচামেচি করলে মিতুল তাকে ছেড়ে দেয়। শিশুটি ছুটে এসে পাগলা বাজারে কান্নাকাটি করলে স্থানীয় লোকজন মিতুলকে ধরে মারপিট করে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিতুল পালিয়ে যায়।
স্থানীয় লোকজন জানিয়েছেন, মিতুল শেখ একজন বখাটে যুবক এর আগেও তার বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এলাকার মানুষ এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, ভুক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় লিখিত মামলা দায়ের করেছেন, মামলা রুজু পুর্বক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন