হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে ২০০১ সনে আওয়ামী লীগের জনসভায় বোমা হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

মোল্লাহাটে ২০০১ সনে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বোমা হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে, ২৩ সেপ্টেম্বর, খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে, বাগেরহাট-০১ আসনের বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, জননেতা শেখ হেলাল উদ্দীনকে হত্যার উদ্দেশ্যে বিএনপি জামায়াতের পুঁতে রাখা ভয়াবহ রিমোর্ট কন্ট্রোল বোমা হামলায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান কিন্তু তাকে ঘিরে থাকা আওয়ামী লীগের ৯জন নেতাকর্মী বোমার স্প্রীন্টারে নিহত হন এবং শতাধীক নেতাকর্মী আহত হন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায়, উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে (ঝর্না সুপার মার্কেট) উক্ত বোমা হামলায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য দোয়া করা হয়। দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম অলিউজ্জামান ও এস এম সাইকুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এর জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, যুগ্ম সম্পাদক জিকরুল আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবির, ও নজরুল ইসলাম মিল্টন, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, মোল্লা মিজানুর রহমান, শেখ রফিকুল ইসলাম ও মনিরুজ্জামান মিয়া, দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন সহ উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগি ও অঙ্গ- সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন