হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে সুশৃংখল  পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

মোল্লাহাটে সুশৃংখল  পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
মোল্লাহাটে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার প্রথমদিন এক ঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়। কেন্দ্রের আশপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
পরীক্ষাকে কেন্দ্র করে  প্রশাসনের তৎপরতা ও কেন্দ্রের সুশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি অনেকটা ভিন্ন বলে দাবি করছেন অভিভাবকরা। তারা আশা করছেন, এমন পরিবেশে সন্তানদের পরীক্ষা ভালো হবে।
প্রথম দিন সকাল ৯টা থেকেই পরীক্ষার্থীরা সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করছেন। পরীক্ষার্থীদের শুধু কলম, পেন্সিল, রাবার, স্কেল, ফাইল ও প্রবেশপত্র সঙ্গে রাখতে দেওয়া হচ্ছে। এবার একটু ভিন্ন পরিবেশে পরীক্ষা হচ্ছে। নিরাপত্তা অনেক বেশী। রাজনৈতিক পরিস্থিতিতে অনেক ছাত্র ঠিকমতো পড়ার টেবিলে বসতে পারেনী, এ কারণে কিছু কিছু অভিভাবক একটু চিন্তায় আছেন তাদের ছেলেমেয়েদের নিয়ে। মোল্লাহাটে এবছর মোট ১৪০১ জন পরীক্ষার্থী ছিল, তার মধ্যে প্রথম দিন ১৩৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে ৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। জেনারেল কারিগরি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য মোট তিনটি পরীক্ষা কেন্দ্র ও একটি ভেন্যু মিলে মোট চারটি স্থানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী স্থানীয় সাংবাদিকদের জানান, মোল্লাহাটে অত্যান্ত সুশৃঙ্খল পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, ছেলেমেয়েরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিবে এবং যারা ভাল পড়ালেখা করেছে বা কিছু শিখেছে তাদের পরীক্ষা ভালো হবে এটাই আমার প্রত্যাশা, কিন্তু কোন অবস্থাতেই পরীক্ষায় কাউকে অসদুপায় অবলম্বনের সুযোগ দেওয়া হবে না। মোল্লাহাট উপজেলার শিক্ষার গুণগতমান বৃদ্ধি হবে, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন