মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে সরকারী খালে মাটি ভরাট করে ওৎগাছ লাগিয়ে ভোগ দখল করছে এক ব্যক্তি। দখল মুক্ত করে পুনরায় খাল খননের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয় বাসিন্দারা। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলাধীন কুলিয়া ইউনিয়নের নতুন ঘোষগাতী গ্রামের স্থানীয় বাসিন্দারা এ বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধ জনতা অভিযোগ করেন যে, এলাকার একজন অসাধু ব্যক্তি দেলোয়ার হোসেন সরকারি খালে মাটি ভরাট করে এবং গাছ লাগিয়ে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। দখলদার ব্যক্তি জালিয়াতির মাধ্যমে বিআরএস জরিপে নিজের নামে খালের জমি রেকর্ড করে নিয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান, আব্দুর সবুর মোল্লা, সালাম শেখ, মোহাম্মদ আলী ফকির, সহ বিক্ষোভকারীরা দাবি করেন, ১৯৩০ সনের সিএস এবং ১৯৬২ সনের এসএ জরিপে এটি খাল ছিল। চিত্রা নদী থেকে ফকির বাড়ী খালটি বর্তমান বিশ্বরোডের নিচ দিয়ে প্রবাহিত হয়ে গোদাড়া খালের সাথে যুক্ত ছিল। এ খালদিয়া নৌকায় করে তারা ঘাটবিলা ও কোদালিয়া বিলে চাষাবাদ ও কৃষি ফসলাদি পরিবহন করত। পরবর্তীতে খালটির কিছু জমি স্থানীয় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি কৌশলে নিজের নামে রেকর্ড করে নেয় এবং একটু একটু করে মাটি ভরাট করে এবং গাছ লাগিয়ে নিজের দখলে নিয়ে নিয়েছে।
তারা আরো বলেন এই খালটি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সঠিকভাবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। বিক্ষোভের সময় ভুক্তভোগীরা ‘খালের জমি আমাদের, দখলদারদের কোন স্থান নেই’ অবিলম্বে দখল মুক্ত করতে হবে’ বলে স্লোগান দেয়।
ভুক্তভোগীদের পক্ষ থেকে প্রতিকার পাবার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, তাদের দাবি অগ্রাহ্য করা হলে আগামীতে দখল মুক্ত ও খাল পুনরায় খননের দাবিতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, খাল দখলের বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।