হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোল্লাহাটে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে, সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
সভার শুরুতে বাংলাদেশের স্বাধীনতার জন্য বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এরপর উপস্থিত বক্তাগন ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের গুরুত্ব ও তাঁদের অবদান তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, শহিদ বুদ্ধিজীবীরা আমাদের মুক্তিযুদ্ধের রূপকার। তাদের স্মৃতি চিরকাল বাঙালির হৃদয়ে বেঁচে থাকবে। তিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেন, আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং যারা আমাদের ভাষা ও সংস্কৃতির জন্য লড়াই করেছেন, তাঁদের প্রতি অঙ্গীকার বদ্ধ থাকতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আমির আলী ফকির, সদস্য সচিব ফকির দ্বীন মোহাম্মদ,
মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক আরিফুল ইসলাম রিয়াজ, শেখ রায়হান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন