হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে রূপান্তরের আয়োজনে ২দিন ব্যাপি পুষ্টি উন্নয়নে অংশগ্রহনমূলক পিয়ার এডুকেটর ২য় ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন

মোল্লাহাটে রূপান্তরের আয়োজনে ২দিন ব্যাপি পুষ্টি উন্নয়নে অংশগ্রহনমূলক পিয়ার এডুকেটর ২য় ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন

কর্তৃক
০ মন্তব্য 84 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে আজ মঙ্গলবার পুষ্টি উন্নয়নে ২দিন ব্যাপি অংশগ্রহনমূলক পিয়ার এডুকেটর ২য় ব্যাচের প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে,কনসার্ন ওয়াল্ড ওয়াইড ও ওয়াটার এইড বাংলাদেশ এর টেকনিকাল সহযোগীতায় , উন্নয়ন সংগঠন রূপান্তরের বাস্তবায়নে মোল্লাহাট উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলাধীন ০৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ০৭জন ছাত্র ও ০৭জন ছাত্রীসহ মোট ১৪ জন অংশগ্রহনকারীকে নিয়ে পুষ্টি উন্নয়নে অংশ গ্রহনমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)এর আওতায় ২৪ ও ২৫ আগষ্ট উক্ত প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, জনস্বাস্থ্য উপঃ সহকারী প্রকৌশলী মোঃ মহিদুল ইসলাম, উপজেলা একডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রিপন বালা, ওয়াটার এইড এর প্রোগ্রাম ম্যানেজার সাঈদ আলী মুনজুর,প্রোগ্রাম অফিসার ফাহিম ইসতিয়াক,প্রোকৌশলী রেভিন চাকমা,ক্রেইন প্রকল্পে প্রোগ্রাম কো-অর্ডিনেটর খালেদা হোসেন মুন, রূপান্তরের এ্যাডভোকেসি এন্ড সিএসও তসলিম আহমেদ টংকার, জেজেএস এর উপজেলা কো-অর্ডিনেটর নব সাহা। সহায়কের দায়িত্ব পালন করেন রূপান্তরের ক্রেইন প্রকল্পের এসবিসি স্পেশালিষ্ট মোঃ ইলিয়াস। প্রশিক্ষনের সার্বিক পরিচলনার দায়িত্বে ছিলেন উপজেলা ওয়াশ ও সিএসও মবিলাইজার মোঃ আব্দুল করিম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন