মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
মোল্লাহাটে রবিবার(২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস—২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনি, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সমস্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, শিশু কিশোর সমাবেশ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, দোয়া ও প্রার্থনা এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কালিপদ বিশ্বাস, সিনিয়র সহসভাপতি এমডি আল আমিন, ওসি সোমেন দাশ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রাণি সম্পদ কর্মকর্তা(ভাঃ প্রাঃ) ডাঃ মোঃ আশাদুজ্জামান শুভ, আরএমও ডাঃ নাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ শওকাত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল, নির্বাচন কর্মকর্তা ইসহাক, সমাজসেবা কর্মকর্তা ওসমান হামিদ, পিআইও মোঃ মফিজুর রহমান, ফায়ার সার্ভিস এর সহকারী অফিসার মোঃ কামরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া, মোল্রাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরীসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংক ও এনজিও কর্মকর্তা, শিক্ষক/শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।