হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে মা’এর আক্রমণে মেয়ে গুরুতর আহত

মোল্লাহাটে মা’এর আক্রমণে মেয়ে গুরুতর আহত

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ
মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে মানুষিক ভারসাম্যহীন এক মা’এর আক্রমণে মেয়ে গুরুতর আহত হয়েছে।বুধবার (২২ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার চরদারিয়ালা গ্রামের ইমদাদুল শেখের বাড়িতে ঘটনাটি ঘটে।
ইমদাদুল শেখ জানান, তার স্ত্রী জাকিয়া মানুষিক ভারসাম্যহীন। ঘটনার দিন সকাল ১১টায় সে হঠাৎ পাগলামি শুরু করে এবং আমাকে দা হাতে তেড়ে আসে,   আমি তাকে সামলাতে ব্যর্থ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। এরপর জাকিয়া ঘরে ঢুকে দরজা বন্ধ করে ১২বছর বয়সী কন্যা মরিয়ামের উপর হামলা করে। মরিয়ামের ঠোঁট, গাল ও শরিরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে কামড়ে ছিড়ে ফেলে।
মরিয়ামের কান্না ও ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা উদ্ধার করতে এলে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের পাইপ খুলে আগুন লাগানোর চেষ্টা করে, এসময়ে ইমদাদুল এলাকাবাসীর সহায়তায় ঘরের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে মেয়েকে রক্তাক্ত ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মানুষিক ভারসাম্যহীন মা’এর আক্রমণে মেয়ে গুরুত্ব জখম হয়েছে। আহত মরিয়ামকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং মরিয়ামের মা জাকিয়াকে চিকিৎসার জন্য মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন