হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোল্লাহাটে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং মোল্লাহাটের ৭টি ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, আরএমও ডাঃ বিভূতি মল্লিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব সাহা, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সাধন কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখর চন্দ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ গাউস, সহকারী নির্বাচন কর্মকর্তা মোঃ রোমান হোসেন, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সহ-সভাপতি মোঃ পারভেজ আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম দিদার, সদস্য মাহফুজুর রহমান চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন