হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে মহান শহিদ দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোল্লাহাটে মহান শহিদ দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে, উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিভূতি মল্লিক, শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটার মোঃ হেদায়েত উল্লাহ, জেলা  যুবদলের সাবেক সভাপতি মোঃ হারুন আল রশিদ, জামায়াতের যুব শাখার সভাপতি হাফেজ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আলম মিয়া, মোল্লাহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সোহাগ মোল্লা রাব্বি ও জাফরিন সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন