হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে মজলুম গাজাবাসী আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোল্লাহাটে মজলুম গাজাবাসী আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
মোল্লাহাটে মজলুম গাজাবাসী আহুত বিশ্বব্যাপী হরতালের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপরি বিমান হামলার প্রতিবাদে এবং মজলুম গাজাবাসী আহুত হরতালের সমর্থনে তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ এপ্রিল)উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মিলু মিয়ার মোড় নামক স্থানে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোল্লাহাট থানার সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনিদের উপর দখলবাজ ইসরাইলি বাহিনীর বর্বরতা বন্ধ করতে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এবং বিশ্বের সকল মানবাধিকার সংস্থা গুলোকে একযোগে বিশ্ব-মানবতা রক্ষার আহ্বান জানান।
সমাবেশে থেকে একযোগে ইসরাইল ও এদের বন্ধু দেশের সকল পন্য বর্জনের আহ্বান জানানো হয়।উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর মোল্লাহাট থানা আমীর হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ হেদায়েত উল্লাহ, যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসান, সেক্রেটারি মিয়া পারভেজ আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্ভব্য এমপি প্রার্থী মোঃ আবু হানিফ নোমান, সেক্রেটারি মাওলানা আনিচ, কুলিয়া ইউনিয়নের সেক্রেটারি মাওলানা আবু হুরায়রা, খেলাফত যুব মজলিসের থানা সভাপতি ওয়ালিদ হাসান, কোদালিয়া ইউনিয়নের দায়িত্বশীল শরিফুল ইসলাম যুম্মান, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম,সোহাগ মোল্লা রাব্বি, ফয়সাল রহমান, আলম চৌধূরী, খন্দকার সাকিবুল ইসলাম, নাজমুল ইসলাম,মতিউর রহমান, মোঃ রাকিবুল ইসলাম ও উপজেলার বিভিন্ন ইসলামীক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন