মোল্লাহাট(বগেরহাট) প্রতিনিধিঃ
মোল্লাহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যাপ্টিষ্টের আয়োজনে ৩দিন ব্যাপি মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬জুন) সকালে, উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ এর মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্পের (এমসিওয়াইসিডিপি) উদ্যোগে, ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল ও অস্ট্রেলিয়ান এইড এর আর্থিক সহায়তায় কোদালিয়া ও আটজুড়ী ইউনিয়নের মৎস্য চাষিদের অংশগ্রহনে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, ওসি তদন্ত মোঃ আশরাফ আলী, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস। উপস্থিত ছিলেন সহকারি কৃষি কর্মকর্তা প্রশান্ত বিশ্বাস, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, হিসাব রক্ষক জন পল কর্মকার, লাইভলীহুড সুপারভাইজার যোহন বিশ্বাস সহ উক্ত সংগঠনের সহায়ক ও সদস্য বৃন্দ।
