হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে বেগম রোকেয়া দিবস পালিত

মোল্লাহাটে বেগম রোকেয়া দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
মোল্লাহাটে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বেরিয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে ফিরে শেষ হয়। শোভাযাত্রা  শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও জয়ীতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বেগম রোকেয়ার জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন এবং নারীর শিক্ষা ও উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।
সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা। অন্যান্য অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হায়দার আলী, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সাইখুল ইসলাম, সহ-সভাপতি মোঃ বদিউজ্জামান, রমেশ চন্দ্র খান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী বিশ্বাস, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম, রায়হান শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার বলেন, বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে আমাদের নারীদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন