হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে বেগম জিয়ার মৃত্যুতে উপজেলা বিএনপি’র কোরআন খতম ও দোয়া মাহফিল

মোল্লাহাটে বেগম জিয়ার মৃত্যুতে উপজেলা বিএনপি’র কোরআন খতম ও দোয়া মাহফিল

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপজেলা বিএনপির পক্ষ থেকে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই উপজেলার সকল ইউনিয়ন থেকে নেতাকর্মীরা উপজেলা বিএনপি’র কার্যালয়ে জড়ো হতে থাকেন। শোকাবহ পরিবেশে সকাল ৯টা থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাধ্যমে কোরআন খতম অনুষ্ঠিত হয়।
এরপর বিকাল ৩ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলার গণতন্ত্রের আপসহীন নেত্রী। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে তিনি এ দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারালো।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ বলেন, নির্যাতন, কারাবরণ ও দীর্ঘ অসুস্থতার মধ্যেও তিনি কখনো আপোষ করেননি। আপোষহীনতা ও দৃঢ় অবস্থানই ছিল তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয়। তাঁর মৃত্যু শুধু বিএনপির নয়, বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কণ্ঠস্বর এবং গণতান্ত্রিক বাংলাদেশের এক সাহসী পথপ্রদর্শক। দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।# (Sponsored)urlr.me/AGB5XQ

সম্পর্কিত পোস্ট

মতামত দিন