হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা:

মোল্লাহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ জুম্মা মোল্লাহাট উপজেলার গোডাউন মোড়ে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে ও বোয়ালিয়া মোড়ে মোঃ জাহিদ মিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য দোয়া ও দেশের মানুষের নিরাপত্তা কামনা করছি। তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক অমলিন অধ্যায়। আমাদের কাজ তাঁকে স্মরণ করা এবং তাঁর আদর্শকে বুকে ধারণ করা।

মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, উদয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলিম শিকদার, সাধারণ সম্পাদক মোঃ শিমুল চৌধুরী, বিএনপি নেতা তাওহীদ শিকদার, যুবদলের সদস্য সচিব লায়ন জিয়াউর রহমান সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন