হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কর্তৃক Editor
০ মন্তব্য 52 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
মোল্লাহাটে উদয়পুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জোহর নামাজের পর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শেখ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, সাবেক সদস্য সচিব জাহিদ মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম এবং উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান, উদয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম শিকদার ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার শিমুল চৌধুরী প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ  বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া দোয়া করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন