মোল্লাহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে জমি দখলের পায়তারা, হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বসতভিটা অবৈধভাবে দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়ার অভিযোগ করেছেন তিনি। এছাড়া ও আদালতে মিথ্যা মামলা দায়ের করে বাড়ি নির্মাণ কাজে বাধা প্রদান করেছে বলেও জানান ভুক্তভোগী।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে মোল্লাহাট প্রেসক্লাবে জনাকীর্ন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন গাংনী গ্রামের বাদশা শেখের কন্যা জাহানারা।
তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর যাবত আমরা আমাদের পৈত্রিক জমি এজমালি হিসাবে শান্তিপুর্নভাবে ভোগদখল করে আসছি।বসত ঘরের অবস্থা জরাজীর্ণ হওয়ায় নুতন একখানা পাকাঘর নির্মাণের জন্য কাজ শুরু করি, তখন আমার চাচা মো: লোয়াব আলী শেখ আমাদের কাজে বাধা প্রদান করলে স্থানীয় মুরব্বিদের নিয়ে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়, উক্ত শালিশে আমাদের প্রত্যেকের জমি-হারি মতে ভাগ করে উভয় পক্ষের আমিন ও মহুরি দ্বারা মেপে বুঝিয়ে দেয়া হয়। এরপর পুনরায় আমরা আমাদের বাড়ির কাজ শুরু করলে আমার চাচা অকারনে গালি গালাচ ও হুমকি দেয়া শুরু করে। বিষয়টি স্থানীয় শালীস দারদের জানালে তারা পুনরায় এসে আরো একটি বৈঠকের মাধ্যমে স্ট্যাম্পে বন্টননামা লিখিত নিয়ে উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে বসবাস করার নির্দেশ প্রদান করে। কিন্তু আমার চাচা আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য বাগেরহাট এডিএম কোর্টে আমার বাবার নামে মিথ্যা মামলা দায়ের করেছে এবং আমাদের কাজ বন্ধ করার জন্য হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমাদের পুরনো থাকার ঘরটি ভেঙে ফেলায় এখন আমরা মানবেতর জীবন যাপন করছি। আমাদের বাড়ি নির্মাণের সকল মালামাল নষ্ট হয়ে যাচ্ছে।
এমতাবস্থায় আমরা সংবাদ সম্মেলন করছি যাতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী বিভাগের দৃষ্টিপাত হয় এবং আমরা ন্যায্য বিচার পাইতে পারি।