হোম খেলাধুলা মোল্লাহাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে ২দিন ব্যাপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)-২০২১ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়েজনে, শনিবার সকাল ১০ টায় কে আর কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে ৩নং গাংনী ইউনিয়ন বনাম কুলিয়া ইউনিয়ন ফুটবল দল । খেলায় কুলিয়া ইউনিয়ন ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করে গাংনী ইউনিয়ন ফুটবল দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। অপর খেলায় কোদালিয়া ইউনিয়ন ফুটবল দল ওয়াক ওভার পেয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

খেলায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, কে আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সদর ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুন, গাংনী ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ মেহফুজ রচা, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস প্রমুখ।

উপস্থাপনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন। রবিবার সেমিফাইনাল খেলায় অংশগ্রহন করবে চুনখোলা ইউনিয়নয় ও কোদালিয়া ইউনিয়ন এবং উদয়পুর ইউনিয়ন ও গাংনী ইউনিয়ন। একই দিন বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন