হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোল্লাহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ৭ হাজার ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ সম্পন্ন হয়েছে। গত ১৮নভেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয় এবং ২১ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বিতরণ সম্পন্ন হয়।

উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, চলতি অর্থ বছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পিয়াজ, খেসারি, বোরো হাইব্রিড ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে, কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় বিনামূল্যে এ সার ও বীজ বিতরণকরা হয়। অত্র উপজেলায় সূর্যমুখী-৩৫০ জন, সরিষা- ১১০০জন, গম- ১০০ জন, খেসারি-৭০ জন, শীকালীন সবজি-১০০ জন হাইব্রিড শীতকালীন সবজি ৩০০ জন ও বোরো হাইব্রিড ৫০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা অনিমেষ বালার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ হেদায়েতুল্লাহ, স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন