মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার সাতকিলো ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন আহত হয়েছে।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসার জন্য হাইওয়ে পুলিশ ভ্যানে করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতরা হলেন পুলিশের সাব ইন্সপেক্টর বিএম বাবুল আক্তার এবং তার স্ত্রী ও কন্যা। বাবুল আক্তার খুলনা পিবিআই তে কর্মরত রয়েছেন জানা গেছে।
দুর্ঘটনায় আহত বাবলু আক্তারের স্ত্রী জানান, এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খুলনা থেকে গোপালগঞ্জের গোপীনাথপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে স্বপরিবারে আহত হয়েছেন।