হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার(১৬ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় দিনব্যাপী এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষন কর্মশালার প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ভার্চুয়ালী স্বাগত বক্তব্যদেন এবং প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ স্থানীয় পর্যায় বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগগুলো বহুল প্রচারে করনীয়, সমস্যা নির্ধারণ ও সে বিষয়ে সমাধানের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্তানুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। সঞ্চালনা করেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, ওসি তদন্ত , মতিয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেসা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী শহিদ মেহেফুজ রচা, অধ্যক্ষ এল জাকির হোসেন, অধ্যক্ষ শর্মিলা ফেরদৌসী, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোল্লা মিজানুর রহমান, মনিরুজ্জামান মিয়া, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় নারী উদ্যোক্তা প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন