হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন

মোল্লাহাটে প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন

কর্তৃক Editor
০ মন্তব্য 8 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে প্রতারণার অভিযোগে এক মহিলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।রবিবার(৯ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন উপজেলার আটজুড়ী ইউনিয়নের কাহালপুর গ্রামের গেন্দু মিয়ার পুত্র মোঃ আসলাম মিয়া।
লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার গাড়ফা গ্রামের কদর মোল্লার স্ত্রী নাহিন আক্তারের সহিত ৯/১০ বছর পুর্বে পরিচয় হয়। পরিচয়ের কয়েক বছর পরে সে আমাকে তার সাথে যৌথ ব্যবসা করার প্রস্তাব করে এবং এনজিও করার কথা বলে আমার নিকট থেকে নগদ ৫ লক্ষ টাকা নেয়। টাকা নেওয়ার কিছুদিন পরে বলে এনজিও করা হচ্ছে না আমরা অন্য ব্যবসা করবো। ২০২৩ সালে হঠাৎ একদিন নাহিন আক্তার আমাকে মসজিদে নিয়ে যায় এবং অজু করে পবিত্র কোরআন হাতে দুজনেই শপথ করি যে, আমরা দুইজন একসাথে ব্যবসা করিব কেউ কাউকে ঠকাবো না বা বিশ্বাসঘাতকতা করিব না। কোরআন শপথের পর ২০২৩ সালে আমাকে যৌথভাবে ডায়াগনস্টিক সেন্টার করার কথা বলিয়া আমার নিকট থেকে নগদ ৩০ লক্ষ টাকা নেয় এবং সে কৌশলে ডায়াগনস্টিক সেন্টারটি তার একার নামে করিয়া নেয়। পরবর্তীতে আমি ব্যবসার হিসাব চাইলে সে আমাকে বলে যে, এই ব্যবসা আমার একার, এখান থেকে কোন ব্যবসার ভাগ পাবা না। আমি অনেক অনুরোধ করার পরে লাভের ভাগ হিসাবে আমাকে এক লাখ ৮২ হাজার টাকার একটি সোনালী ব্যাংকের চেক প্রদান করে। আমি মোল্লাহাট সোনালী ব্যাংকে ক্যাশ করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ বলে যে, এই হিসাব নম্বরে কোন টাকা জমা নাই। পরবর্তীতে আমি চেকটি ডিজঅনার করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি সে মামলাটি চলমান রয়েছে। যেহেতু ব্যবসায় আমাকে অংশীদার রাখে নাই তাই আমি নাহিন আক্তারের কাছে মূলধন ফেরত চাইলে সে আমাকে কোন টাকা দিতে পারবে না বলিয়া জানায় এবং আমাকে বলে, টাকার জন্য বিরক্ত করিলে তোকে বিভিন্ন মামলা মোকদ্দমায় ভাসিয়ে দেবো এবং তোকে জীবনের তরে শেষ করিয়া দেবো। এমনকি মোবাইল কলে ও মেসেজ করিয়া মেরে ফেলার হুমকি প্রদান করে বলে সংবাদ সম্মেলনে আসলাম  অভিযোগ করেন। এ ব্যাপারে অভিযুক্ত নাহিন আখতারের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি একজন নারী উদ্যোক্তা, আমি অনেক কষ্ট করে একটি ডায়াগনস্টিক সেন্টার করেছি, আমার ডায়াগনস্টিক সেন্টার এর সুনাম নষ্ট করার জন্য এবং আমার ক্ষতি করার জন্য একটা কুচক্রী মহল ষড়যন্ত্র করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন