হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মোল্লাহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

ফকিরহাট (বাগেরহাটে) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও এক পথচারি নিহত হয়েছেন। শনিবার (৬জুলাই) সকাল ৭টার দিকে মোল্লাহাট উপজেলার মা ফিলিং স্টেশনের কাছে খুলনা-ঢাকা মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আসাদ শেখ (৪০) ও সকাল সাড়ে ৮টার দিকে একই সড়কের দেড় বোয়ালিয়া এলাকায় অজ্ঞাতনামা পরিবহনের ধাক্কায় মোঃ আনোয়ার হোসেন খান (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত মটরসাইকেল আরোহী আসাদ শেখ খুলনার যুগিহাটি গ্রামের সাদেক শেখের ছেলে ও অপর নিহত মোঃ আনোয়ার হোসেন খান মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের মৃত সালাম খনের ছেলে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান মোঃ মেহেদী হাসান জানান, মোল্লাহাট উপজেলার অংশের ঢাকা-খুলনা মহাসড়কে মাত্র দেড় ঘন্টা ব্যবধানে পৃথক সড়ক দৃর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বেপরোয়া গতির অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারদের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন