হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে পিকআপ গাড়ীর ধাক্কায় স্কুল ছাত্র’র মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাট-নালুয়া সড়কে গাড়ফা তৈয়াব আলীর বাড়ীর সামনে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘনটায় সাজ্জাদ মোল্লা(১০) নামের এক স্কুল ছাত্র’র মৃত্যু হয়েছে। সে উপজেলার ভান্ডারখোলা গ্রামের মিলন মোল্লার পুত্র।

ভান্ডারখোলা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মিলন নিজ বাড়ি হইতে বাই সাইকেল যোগে মোল্লাহাটের উদ্দেশ্যে রওনা হয়। ঐ সময় তৈয়াব আলীর বাড়ির সামনে আসলে চিতলমারী থেকে ছেড়ে আসা বেপরোয়া দুইটি পিকআপ এসে পেছন থেকে সাজ্জাদকে ধাক্কা দিলে সে পাকা রাস্তার উপরে পড়ে মাথা ফেটে যায়। ঐ সময় মাথায় প্রচন্ড আঘাতে মাথা ফেটে এবং কান দিয়ে প্রচুর পরিমানে রক্ত ক্ষরনের কারণে ঘটনা স্থলেই সে মারা যায় ।

ঐ শব্দ পেয়ে আশপাশের লোকজন সহ পথচারিরা সাজ্জাদকে উদ্ধার করে ভ্যান যোগে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। এসময় কর্মরত চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে। এর পর মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরে তার পরিবারের লোকজন এসে সাজ্জাদের লাশ বাড়িতে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় এঘটনার পর ঘাতক পিকআপ দুটি দ্রুত গতিতে পালিয়ে যায়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন