হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে পাঁচ শতাধিক হিন্দুর বিএনপিতে যোগদান

মোল্লাহাটে পাঁচ শতাধিক হিন্দুর বিএনপিতে যোগদান

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার বিকেল ৫টার দিকে কোদালিয়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া কালিমন্দির প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে তাঁরা একযোগে দলের সদস্যপদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটিয়া দুর্গা মন্দিরের সভাপতি সুবল কৃষ্ণ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন আল রশীদ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি বিএম নিজামুদ্দিন মিকু এবং বিশেষ বক্তা ছিলেন কোদালিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হেদায়েত মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুরাদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাসুদ মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জাহিদ মোল্লা প্রমুখ।
বক্তারা নবীন সদস্যদের স্বাগত জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সুখে–দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মাহফুজ আলম।
নবযোগদানকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। তাঁদের পক্ষ থেকে সুবল চন্দ্র বিশ্বাস, অক্ষেরা শিকদার, নির্মল সরকার, খৈলিন গাইনসহ বেশ কয়েকজন বক্তব্য দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন