হোম Uncategorized মোল্লাহাটে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধ ভাবে মাছ ধরার কারনে ভ্রাম্যমান আদালত চার হাজার মিটার জাল আটক করেছে।

মোল্লাহাটে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধ ভাবে মাছ ধরার কারনে ভ্রাম্যমান আদালত চার হাজার মিটার জাল আটক করেছে।

কর্তৃক
০ মন্তব্য 115 ভিউজ

বাগেরহাট অফিস: মোল্লাহাটে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)র্ ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চার হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করেছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন এঁর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মধুমতি নদী থেকে উক্ত জাল আটক করেন।

এ সময় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে মধুমতি নদীতে অবৈধ ভাবে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিলো। তবে কাউকে আটক করা সম্ভব হয়নী। সকালে মোল্লাহাটের পুরাতন ফেরী ঘাটে জন সম্মুখে অগ্নি সংযোগ করে আটককৃত নিষিদ্ধ কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস,কৃষি কর্মকর্তা আবুল হাসান,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান,স্থানীয় সাংবাদিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন