মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে রাজনগর গ্রামে নিজ বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং সামাজিক মর্যাদা ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সিরাজুল ইসলাম (৬৮)নামক এক ব্যাক্তি।
সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১২ টায় নিজ বাসগৃহে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী। এ সময় তার দুই পুত্র সাথে ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উদয়পুর ইউনিয়নের রাজনগর গ্রামে তার নিজ নামে খরিদকৃত সম্পত্তিতে একখানা পাকা ঘর নির্মাণ করেন। চাকরি এবং ছেলেদের লেখাপড়ার সুবাদে তিনি দীর্ঘদিন যাবত ঢাকায় বসবাস করেন, এই সুযোগে তার ছোট ভাই লন্ডন প্রবাসী ইকবাল হোসেন শিকদার, আসলাম শিকদার ও ভাতিজা হাসান শিকদার, আলামিন শিকদার সহ তাদের সহযোগী নাসির শেখ, মফিজ শিকদার, আনিস শিকদার তাকে বসতবাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে তার ঘরে তালা দেওয়া, গাছপালা কেটে নেয়া সহ বিভিন্ন প্রকার ক্ষতি সাধন করে চলেছে।
উল্লেখিত বিষয়ে পরিত্রাণ পেতে তিনি মোল্লাহাট থানায় গত ৪ এপ্রিল একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঐ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সরেজমিনে তদন্তে যায় এবং উভয় পক্ষকে তাদের স্ব স্ব দাবীর পক্ষে দালিলিক প্রমাণাদি নিয়ে আগামী ২ মে ২০২৫ তারিখে থানায় যাওয়ার জন্য দিন ধার্য করেন।লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, পুলিশি তদন্তের পর থেকে তিনি তার নিজ বসতবাড়িতে বসবাস করছেন, কিন্তু ইকবাল গং তাকে পুনরায় বাড়ি থেকে উচ্ছেদের জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে আসছে। এ বিষয়ে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
লিখিত বক্তব্যে তিনি প্রশাসন এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি যাতে সামাজিক মর্যাদা ও নিরাপত্তার সাথে নিজ বাড়িতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পারি তার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি”
অভিযোগের বিষয়ে অভিযুক্ত লন্ডন প্রবাসী ইকবাল হোসেন সিকদার মুঠোফোনে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উপরন্ত তিনি আমাদের বাড়ি দখল করে বসবাস করছেন।