মোল্লাহাট(বগেরহাট) প্রতিনিধিঃ
মোল্লাহাটে বৃহস্পতিবার (৮জুন) দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে, কমিটির সদস্যদের এসওডি এর আলোকে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক(গবেষনা) কাজী মোঃ বদরুজ্জামান।
সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম।
কর্মশালায় অংশগ্রহন করেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম, আরএমও ডাঃ মোঃ নাহিদুল ইসলাম, কৃষি অফিসার
অনিমেষ বালা, ওসি (তদন্ত) মোঃ আশরাফ আলী, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, মোঃ মনিরুজ্জামান মিয়া, অধ্যক্ষ এল জাকির হোসেন, পিআইও মোঃ মফিজুর রহমান, ব্যাপ্টিষ্টের ম্যানেজার রিচার্ড স্বপন দাশ, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদস্য বৃন্দ।