হোম অন্যান্যসারাদেশ “মোল্লাহাটে দরিদ্র পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ কার্যক্রমের উদ্বোধন”

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

ইউরোপীয়ান ইউনিয়ন এর সহায়তা ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর নেতৃত্বে এবং উন্নয়ন সংস্থা জেজেএস ও রূপান্তর এর উদ্যোগে ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প’ ক্রেইন এর আওতায় ২৫ মে ২০২২ তারিখ সকাল ১০টায় মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের ঘোষগাতী ডাঃ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে প্রকল্পের অতিদিরদ্র পরিবারে মাঝে ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, ঘোষগাতী ডাঃ হেমায়েত উদ্দিন মাঃ বিদ্যালয়ের সভাপতি ফকির আবুল বাশার, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর ফাইন্যান্স স্পেশালিষ্ট সৈয়দ আল হাদী, নিউট্রিশন কোঅর্ডিনেটর হোসনেয়ারা বেগম, জেজেএস ক্রেইন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মামুন অর রশীদ, প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট আব্দুল বাকি, রূপান্তর এর এ্যাডভোকেসী এ্যান্ড ক্যাম্পেইন কো-অর্ডিনেটর তসলিম আহমেদ টংকার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন আগত উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, সমাজের প্রতিটি মানুষের জন্য পুষ্টি একটি অপরিহার্য বিষয়। পুষ্টি ছাড়া আমরা কেউ সুস্থ ভাবে বেঁচে থাকতে পারবো না। সুস্থভাবে বেঁচে থাকার পূর্ব শর্তই হচ্ছে পুষ্টিকর খাবার গ্রহন করা। আমরা দুধ হতে প্রচুর পরিমানে পুষ্টি পেতে পারি। আজকের এই প্রাপ্ত ১টি ছাগল আপনাদের পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ন। এর দুধ হতে দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটানোসহ আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। আপনারা সকলে এই ছাগলের প্রতি যত্নশীল হবেন। এই ১টি ছাগল থেকে আরো ছাগলের বংশবিস্তার করে পরিবারে স্বাবলম্বীতা অর্জন করা যাবে। প্রধান অতিথি পুষ্টি উন্নয়নে জেজেএস এর ক্রেইন প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। উক্ত প্রকল্পের আওতায় আজ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে আগামী ১০ জুন ২০২২ তারিখের মধ্যে উপজেলার ১১৫টি অতিদরিদ্র পরিবারের মাঝে এই এই ছাগল বিতরন করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলায় (মোল্লাহাট, কচুয়া, মোংলা ও শরণখোলা) সুবিধা বি ত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন