মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ ডিসেম্বর ) উপজেলা প্রশাসনের আয়োজনে, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে আটজুড়ী ইউনিয়ন ভলিবল দল চ্যাম্পিয়ন এবং বুড়িগাংনী ভলিবল দল রানার্স আপ হয়।
চ্যাম্পিয়ন দলকে নগদ অর্থ ও ট্রফি প্রদান করা হয়।
