হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

মোল্লাহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ
মোল্লাহাট প্রতিনিধি:
মোল্লাহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফল করার লক্ষ্যে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায়, স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং। স্বাগত বক্তব্য রাখেন ডাঃ আব্দুল আজিজ। অন্যান্য অতিথি বৃন্দের মধ্যে বক্তব্যদেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, ডাঃ বিভূতি মল্লিক, ডাঃ মোঃ রায়হান, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, এমপিপিআই নার্গিস আক্তার প্রমুখ। সঞ্চালনা করেন পরিসংখ্যানবিদ এম এ তাহের।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন টাইফয়েড একটি গুরুতর সংক্রামক রোগ। নিয়মিত টিকাদান কার্যক্রমের মাধ্যমে আমরা শিশু ও প্রাপ্তবয়স্কদের এই রোগ থেকে রক্ষা করতে পারি। আমাদের লক্ষ্য হচ্ছে সময়মতো টিকা প্রদান এবং সর্বাধিক জনসাধারণকে সম্পৃক্ত করা।
সভাপতি বলেন, সকল স্তরে সমন্বিত কার্যক্রম নিশ্চিত করলে আমাদের লক্ষ্য অর্জন করা সহজ হবে। স্বাস্থ্যবান জনগণ নিশ্চিত করতে সময়মতো টিকা প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধি করে টিকাদান ক্যাম্পেইন সফল করাই আমাদের লক্ষ্য।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন