হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে জামায়াতের সুধী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ

মোল্লাহাটে জামায়াতের সুধী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ 
বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৭ জানুয়ারী) বিকাল ৩টায় উপজেলার ১নং উদয়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে উদয়পুর উত্তরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোল্লাহাট উপজেলা শাখার আমীর মোঃ হাসমত আলী সরদার, বিশেষ অতিথি ছিলেন, নায়েবে আমির হাফেজ আবদুস সবুর ও সেক্রেটারি মোঃ হেদায়েত উল্যাহ।
সংগঠনের যুব বিভাগের উপজেলা শাখার সভাপতি হাফেজ নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি পারভেজ মিয়া, জামায়াতে ইসলামীর চুনখোলা ইউনিয়ন আমির মুন্সি আবু দাউদ, উদয়পুর ইউনিয়ন সেক্রেটারি শহিদুল ইসলাম ও সাবেক সেক্রেটারি এস এম নাসির উদ্দিন প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, বৈষম্য ও শোষণ মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে কোরআনের বিকল্প নেই, তাই আসুন সকলে কোরানের ছায়াতলে সমবেত হই। জামাত ইসলামের ছায়াতলে আসি এবং কোরআন এবং সুন্নাহ ভিত্তিক একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গড়ে তুলি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন