হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে পোনামাছ অবমুক্ত

মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে পোনামাছ অবমুক্ত

কর্তৃক
০ মন্তব্য 79 ভিউজ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে মঙ্গলবার উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২০ উপলক্ষ্যে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। আজ সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা এবং সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন কার্প জাতিয় রুই,কাতল,মৃগেল এর পোনা অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস, কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান,প্রেসক্লাব সাধারন সম্পাদক সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খান প্রমুখ।

উক্ত মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আগামী সাতদিন পর্যায়ক্রমে যে সকল কর্মসূচি পালিত হবে তার মধ্যে রয়েছে- মৎস্য উন্নয়নে বর্তমান সরকারের সাফল্য বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শনী, মাছ চাষিদের মাঝে বিভিন্ন উপকরন বিতরন, মাঠ পর্যায়ে চাষিদের পরামর্শ প্রদান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন